বিএনপির বিদেশ বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে আটক করেছে পুলিশ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় মতিঝিল এলাকা থেকে তাকে আটক করা হয়।
বুধবার(৬এপ্রিল)সকালে এ ঘটনা ঘটে। মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এনামুল হক মিঠু আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম আটকের বিষয়টি জানালেও, কেন তাকে আটক করা হয়েছে তা তিনি বলতে পারেননি।
ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
বিএ/