সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন

বাস – ট্রাক সংঘর্ষে নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২

তানজানিয়ার পূর্বাঞ্চলে একটি বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩৮ জন।

শুক্রবার এ দুর্ঘটনা ঘটলেও শনিবার দেশটির প্রেসিডেন্ট কার্যালয় থেকে একটি বিবৃতিতে হতাহতের কথা জানানো হয়েছে। ট্রাকটি একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।
দুর্ঘটনার পর শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সামিয়া সুলুহু। সড়কে সকলকে ট্রাফিক আইন মেনে চলারও আহ্বান জানিয়েছেন তিনি।

তানজানিয়াতে মাঝে মাঝেই এমন বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে। ২০১৭ সালে দ্রুতগতির একটি বাস দুর্ঘটনায় ৩৫ জন নিহত হয়েছিলেন, যার মধ্যে ৩২ জনই ছিল শিশু। দু’বছর আগে একটি কোচ ও ট্রাকের সংঘর্ষে ৪২ জন নিহত হন।

২০০৬ সালেও ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটেছিল দেশটিতে। ২৬ সিটের একটি বাস ৭৪ যাত্রী নিয়ে নিয়ে একটি ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে গেলে ৫৪ জন নিহত হন।
সূত্র : আলজাজিরা।

বিএ

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..