সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন

বান্দরবানে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২

বান্দরবানে দুই পক্ষের গোলাগুলিতে চারজন নিহতের কথা জানিয়েছে পুলিশ। রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের কালাপাড়া এলাকায় শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রুমা-রোয়াংছড়ি সীমানায় মরদেহগুলো পাওয়া গেছে।

জেলা পুলিশ সুপার জেরিন আখতার  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চারজন নিহতের খবর পেয়েছি। এটা দুর্গম এলাকা। পুলিশের টিম পাঠানো হয়েছে। কাদের মধ্যে গোলাগুলি হয়েছে তা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। পুলিশ সেখানে পৌঁছালে বিস্তারিত জানা যাবে।’

তবে পাইন্দু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উহ্লামং মারমা কাছে দাবি করেন, ‘পাইন্দু ইউনিয়নে গোলাগুলির ঘটনা ঘটেনি। এ ঘটনা রোয়াংছড়িতে ঘটেছে।’

বিএ

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..