রাজশাহীতে প্রাইভেটকারের ধাক্কায় ২ জন কলেজ শিক্ষার্থী গুরুত্বর আহত হয়েছেন। শনিবার (২৫ ডিসেম্বর) রাতে নগরীর মতিহার থানাধিন কাজলা অক্ট্রয় মোড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে আহত যুবক-যুবতির নাম ঠিকানা পাওয়া যায়নি। তবে কাশিয়াডাঙ্গা কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। তবে প্রাইভেটকারের চালক গতি বাড়িয়ে পালিয়ে গেলেও স্থানীয়রা গাড়িটিকে শনাক্ত করেছে।
প্রতক্ষদর্শীরা জানায়, একটি মোটরসাইকেল (টিভিএস) যোগে দুই যুবতী ও একঁন যুবক নগরীর মতিহার থানাধিন কাজলা থেকে তালাইমারীর দিকে যাচ্ছিলো। ওই সময় তালাইমারীর দিকে থেকে আসা একটি দ্রুতগামী সাদা রংগের প্রাইভেটকার কাজলা অক্ট্রয় মোড়ে তাদের ধাক্কা দিয়ে গতি বাড়িয়ে পালিয়ে যায়।
এতে বাইক চালক যুবকের (২২) বাম পায়ের হাড্ডি ভেঙ্গে যায়। একই সময় বাইক আরোহী যুবতী মাথায় আঘাত প্রাপ্ত হন এবং নাক-মুখ ফেটে রক্তাক্ত জখম হয়।
খবর পেয়ে মতিহার থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয়দের সহযোগীতায় তারা অটো যোগে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন।
জানতে চাইলে মতিহার থানার সেকেন্ড অফিসার এসআই সুভাস চন্দ্র জানান, প্রাইভেটকারের ধাক্কায় মোটর সাইকেল আরোহী যুবক-যুবতী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা রামেকে ভর্তি হয়েছেন। প্রাইভেটকার আটক করা সম্ভব না হলেও স্থানীয়রা প্রাইভেটকারটি শনাক্ত করেছে। প্রাইভেটকার আটকে অভিযান চলছে বলেও জানান তিনি।
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 Onusandhan. All rights reserved.