পুলিশ ভাইয়েরা না থাকলে আমি বেঁচে ফিরতে পারতাম না , হিরো আলম। ভাই কোনো রকমে জান নিয়ে ফিরে এলাম। ফোন তুলেই হাঁসফাঁস করে কথাটি বলছিলেন আলোচিত-সমালোচিত হিরো আলম।
জানা গেছে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন দেখতে আজ শুক্রবার এফডিসিতে গিয়েছিলেন হিরো আলম। ভেতরে সবার সঙ্গে কুশল বিনিময় করার পরে এফডিসির গেটে আসলে উপস্থিত সাধারণ মানুষ সেলফি তোলার জন্য হিরো আলমের ওপর হামলে পড়ে। এমন অবস্থায় আহত হিরো আলমকে জনতা মাঝ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন উদ্ধার করে।
পরে আহত অবস্থায় একটি গণমাধ্যমের গাড়িতে উঠিয়ে দেয় পুলিশ। সেই গাড়িতে করেই ঘটনাস্থল ত্যাগ করেন হিরো আলম।
হিরো আলম বলেন, ঘটনাটি বেলা সাড়ে ১২টার। আমি যেখানেই যাই না কেন, মানুষ আমাকে দেখার জন্য ভিড় করে।
কয়েকদিন আগেও এফডিসির মিছিলে আমাকে নিয়ে মানুষের উচ্ছ্বাস আপনারা দেখেছেন। মানুষের এই ভালোবাসার জন্যই আমি হিরো আলম। কিন্তু আজ যে ঘটনা ঘটল, আমি জানি একটা সেলফি তোলার জন্যই তাদের এই আকুতি। তবে ভাই, সেখানে
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 Onusandhan. All rights reserved.