‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে ভাস্কর মন্তব্য অভিনেত্রী স্বরা বিবেক। অগ্নিহোত্রির নতুন ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ ইতিমধ্যেই মন কেড়েছে আমজনতার। দেশের এমন একটা সংবেদনশীল ইতিহাস পরদায় তুলে ধরে বাহবা কুডিয়েছেন অনুপম খের, বিবেকরা। সাথে অভিনেতা থেকে শুরু করে রাজনীতিবিদ, ছবি ঘিরে প্রশংসা এসেছে সমস্ত জায়গা থেকে। তবে এসবের মাঝে অভিনেত্রী স্বরা ভাস্কর ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে যে মন্তব্য করলেন, তা একেবারেই মেনে নিতে পারছেন না এই ছবির শুভানুধ্যায়ীরা। নেটমাধ্যমে তাই কড়া সমালোচনার শিকার হতে হল তাঁকে।
কঙ্গনা রানাওয়াত, ইয়ামি গৌতম, অক্ষয় কুমার, হনসল মেহতার মতো বলি তারকারা ‘দ্য কাশ্মীর ফাইলস’র সুখ্যাতি করেছেন। তাঁরা যে শুধু ছবির ব্যাপারে ভালো ভালো কথা বলেছেন তা নয়, বরং দর্শকদের অনুরোধ করেছেন এই ছবি দেখতে। নেটপাড়ার বড় একটা অংশ মনে করছেন ‘সে দিনের’ অভিনেত্রী স্বরা তাঁর শেষ টুইটে ‘কাশ্মীর ফাইলস’ পরিচালক বিবেক অগ্নিহোত্রিকে নিয়েই কটাক্ষ করেছেন!
স্বরা ভাস্কর যে টুইটটি শেয়ার করেন তাতে লেখা, ‘তুমি যদি চাও কেউ তোমার ভালো কাজের জন্য তোমায় ‘প্রশংসা’ করুক, তাহলে তোমার শেষ পাঁচ বছর ধরে তাঁদের মাথার উপর মলত্যাগ করা উচিত হয়নি।’ সাথে 💁🏾♀️ হ্যাশট্যাগ জুড়ে দেন তিনি। #
‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে ভাস্কর মন্তব্য অভিনেত্রী স্বরার
বিবেক অগ্নিহোত্রির নতুন ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ ইতিমধ্যেই মন কেড়েছে আমজনতার। দেশের এমন একটা সংবেদনশীল ইতিহাস পরদায় তুলে ধরে বাহবা কুডিয়েছেন অনুপম খের, বিবেকরা। সাথে অভিনেতা থেকে শুরু করে রাজনীতিবিদ, ছবি ঘিরে প্রশংসা এসেছে সমস্ত জায়গা থেকে। তবে এসবের মাঝে অভিনেত্রী স্বরা ভাস্কর ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে যে মন্তব্য করলেন, তা একেবারেই মেনে নিতে পারছেন না এই ছবির শুভানুধ্যায়ীরা। নেটমাধ্যমে তাই কড়া সমালোচনার শিকার হতে হল তাঁকে।
কঙ্গনা রানাওয়াত, ইয়ামি গৌতম, অক্ষয় কুমার, হনসল মেহতার মতো বলি তারকারা ‘দ্য কাশ্মীর ফাইলস’র সুখ্যাতি করেছেন। তাঁরা যে শুধু ছবির ব্যাপারে ভালো ভালো কথা বলেছেন তা নয়, বরং দর্শকদের অনুরোধ করেছেন এই ছবি দেখতে। নেটপাড়ার বড় একটা অংশ মনে করছেন ‘সে দিনের’ অভিনেত্রী স্বরা তাঁর শেষ টুইটে ‘কাশ্মীর ফাইলস’ পরিচালক বিবেক অগ্নিহোত্রিকে নিয়েই কটাক্ষ করেছেন!
স্বরা ভাস্কর যে টুইটটি শেয়ার করেন তাতে লেখা, ‘তুমি যদি চাও কেউ তোমার ভালো কাজের জন্য তোমায় ‘প্রশংসা’ করুক, তাহলে তোমার শেষ পাঁচ বছর ধরে তাঁদের মাথার উপর মলত্যাগ করা উচিত হয়নি।’ সাথে 💁🏾♀️ #justsaying হ্যাশট্যাগ জুড়ে দেন তিনি।
‘তনু ওয়েডস মনু’ অভিনেত্রীর করা এই টুইট নিয়ে হল কঠোর নিন্দে। একজন লিখেছেন, ‘শুভেচ্ছা স্বরা, তুমি আমার একই কাজ করলে। একজনের সাফল্যের ক্ষীর নিজে খাওয়ার চেষ্টা করে জনপ্রিয় হওয়া। কিন্তু এবারে তোমার ফাঁদে না পড়ে মাত্র ১০০ জন এই টুইটকে রিটুইট করেছে।’ আরেক ব্যক্তি লিখেছেন, ‘তোমার ভুল হচ্ছে। এখানে প্রশ্ন তোলা হয়েছে কেন বিখ্যাত বলি তারকারা দর্শকদের হলে এসে ছবিটি দেখার অনুরোধ করছে না। এখানে ‘বিখ্যাত’ কথাটা উল্লেখই করে দেওয়া হয়েছে। সুতরাং শান্ত হয়ে যাও স্বরা।’
আরেক ব্যক্তি লিখেছেন, ‘স্বরাদি যদি স্বন্ত্রাসবাদ বা গণহত্যার ব্যাপারে বুঝতে হয় তবে অবশ্যই এই ছবি দেখ। আমিও তোমার ছবি আর ওয়েবসিরিজ দেখে সহ্য করে নিয়েছি।’
প্রসঙ্গত, কাশ্মীর ফাইলস ছবিটিকে হরিয়ানা, গুজরাত, মধ্যপ্রদেশের পর এবার করমুক্ত ঘোষণা করা হল গোয়া এবং ত্রিপুরার সরকারের পক্ষ থেকেও।
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2025 Onusandhan. All rights reserved.