বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠান গণভবন থেকে ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। বিটিভি
তিনি বলেন, বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস নিয়ন্ত্রণে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ ও মৌলবাদ প্রতিরোধে আনসার বাহিনী কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, শুধু বাহিনীর সদস্যদের জন্য নয়, তাদের পরিবারের সচ্ছলতা নিশ্চিতেও নানা পদক্ষেপ নেয়া হয়েছে । এসময় মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর আত্মত্যাগের কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৬২ জনকে পদক প্রদান করা হয়।
বিএ