নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে থানা পুলিশের সাঁড়াশি অভিযানে সাজাপ্রাপ্ত-পলাতক ও নাশকতার আসামিসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে ।
সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে থানা পুলিশের অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, ওয়ারেন্টভূক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামী দুর্গাপুর উপজেলার চৌপুকুরিয়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে আমজাদ হোসেন (৪২),গগনবাড়িয়া গ্রামের সান্টু সরদারের ছেলে রাকিবুল সরদার (৩৪), বর্ধনপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আকরাম আলী (৩৮), পলাশবাড়ী গ্রামের শামসুদ্দিনের ছেলে রিপন (৩৮), তরিপতপুর গ্রামের আহম্মেদ আলীর ছেলে আব্দুল কাদের ( ৪৭), মাদকদ্রব্য মামলায় সিংগা পূর্বপাড়া গ্রামের সাদিক আলীর ছেলে শুভ (২৬) এছাড়াও নাশকতা ও বিস্ফোরক মামলায় বখতিয়ারপুর গ্রামের রহমতুল্লার ছেলে ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী (৩৩), মেহের সরকারের ছেলে দেলুয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল কুদ্দুস সরকার (৬০), কিশোরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে দেলুয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া (২৪), শ্রীধরপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে দেলুয়াবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা (৪৫)।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, বিভিন্ন মামলায় দন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ গত সোমবার দিবাগত রাতে থানা পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন মেয়াদে দন্ডপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত ৫ জন ও মাদক মামলায় পলাতক আসামি ১ জন। এছাড়া গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাচেষ্টা-বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টির মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 Onusandhan. All rights reserved.