রাজশাহীর দুর্গাপুরে অবস্থিত সকল মসজিদের সভাপতি-ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বাদ যোহর দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয় ।
আলীপুর ইসলামিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্গাপুরের কৃতি সন্তান লন্ডন প্রবাসী, বিশিষ্ট ব্যবসায়ী ও আইনজীবী মো: রেজাউল করিম। এসময় বক্তব্য রাখেন, বহরমপুর জামে মসজিদের ইমাম মো: সাইফুল ইসলাম, কিশোরপুর দাখিল মাদ্রাসার সুপার আব্দুল জব্বার, বর্ধনপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো: মকবুল হোসেন, কিশোরপুর দাখিল মাদ্রাসার ইমাম মো: মাহমুদুল হাসান (নোমানী), সুখানদিঘি দাখিল মাদ্রাসার সুপার আতাউর রহমান প্রমুখ।
আলীপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক (অব:) মো: আজগর আলীর সার্বিক তত্ত্বাবধানে ইফতার বিতরণ শেষে উপজেলার সকল মসজিদের সভাপতি-ইমাম ও মুয়াজ্জিনদের আর্থিক অনুদান প্রদান করা হয়।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2025 Onusandhan. All rights reserved.