রাজশাহীর দুর্গাপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল করিম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্পের ৪৮টি ঘর পরির্শন করেছেন।
মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উজালখলশি ইউনিয়ন ভুমি অফিস পরিদর্শন শেষে পৌরসভার দেবিপুর গ্রামে নির্মিত প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন করেন।
জানতে চাইলে, নবাগত দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইওএনও) আব্দুল করিম বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া অসহায়-হতদরিদ্র-ভুমিহীন উপকারভোগিদের সুযোগ সুবিধার বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়।
তিনি বলেন, সহায়-সম্বলহীন মানুষেরা আজকে অনেকটায় সাবলম্বী। তারা উপহারের ঘর পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞ।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ভুমি কৃষ্ণ চন্দ্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদা খাতুন ও উজালখলসি ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা আবদুল ওয়াহেদ প্রমুখ।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 Onusandhan. All rights reserved.