নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ফেরদৌসী (৫৫) নামের এক নারীকে হত্যার ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। অপর একটি হত্যা চেষ্টা মামলায় আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে নিহত ফেরদৌসীর ভাই গোলাম মোস্তফা বাদী হয়ে দুর্গাপুর থানায় ১৭ জনের নাম উল্লেখসহ ১০/১২জন অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। যার মামলা নং-৭
এ ঘটনায় গত শনিবার দিনে ও রাতে অভিযান চালিয়ে উপজেলার ক্ষিদ্র লক্ষীপুর এলাকা থেকে হত্যা মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করে থানা পুলিশ। এছাড়াও একই ঘটনায় থানায় আরেকটি হত্যা চেষ্টা মামলা করা হয়েছে। পৃথক দুটি মামলায় গ্রেপ্তাররা হলেন-সাইদুর রহমান (৩৯), মামুনুর রশিদ মামুন (৪০),জাহিদ হাসান পাইক (২০), সাইনুল ইসলাম(৪৬),নূর ইসলাম(৫৫), বিলকিস (৪৮),রজুফা (৫৮),জায়েদা বিবি (৬০), জাহানারা (৬৫), মর্জিনা বেগম (৩০), রাজিয়া (৩৮), শাবনুর (২৬), রত্না (২১)। এছাড়া হত্যা চেষ্টা মামলার আসামি হান্নান (৪৫), রবিউল (৪২)।
থানা পুলিশ জানায়, উপজেলার ক্ষিদ্র লক্ষীপুর গ্রামের জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ফেরদৌসী বেগম নিহত হন। নিহতের ঘটনা ও হত্যা চেষ্টার মামলায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, জমি নিয়ে বিরোধের জেরধরে পৃথক দুটি মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে। মামলার এজাহার নামীয় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2025 Onusandhan. All rights reserved.