বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেন দীপিকা। এতে তার পরনে রয়েছে কমলা রঙের মনোকিনি। ছবিগুলো তোলা হয়েছে পানির নিচে। অর্থাৎ কোনো সুইমিং পুলের ভেতরে ডুব দিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘কখনো কখনো সবচেয়ে নিরাপদ জায়গা হলো পানির নিচে।’
পানির ভেতরে ছবি তোলার ব্যাপারটা ইন্টারেস্টিং বটে। কিন্তু তার পোজ মোটেও পছন্দ হয়নি নেটিজেনের। দীপিকা এমনভাবে বসে এক্সপ্রেশন দিয়েছেন, যেটা সবার হাসি-ঠাট্টার বিষয়ে পরিণত হয়েছে। এক অনুসারী লিখেছেন, ‘এমন লাগছে যেন পায়খানা করতে বসেছে!’ আরেকজন লিখেছেন, ‘পুল নষ্ট করো না, ঘরে বাথরুম আছে না?’
অগণিত নেতিবাচক মন্তব্যের ভিড়ে কিছু প্রশংসাও রয়েছে ভক্তদের। ইতোমধ্যে দীপিকার এই পোস্টে ১৮ লাখের বেশি রিঅ্যাকশন পড়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে দীপিকা অভিনীত সিনেমা ‘গেহরাইয়া’। সকুন বাত্রা পরিচালিত সিনেমাটিতে তার সঙ্গে আছেন সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পান্ডে ও ধৈর্য্য। মূলত এই সিনেমার প্রচারণার স্বার্থেই পানির নিচে ফটোশুট করেছেন অভিনেত্রী।
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 Onusandhan. All rights reserved.