করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের দিল্লির মুখমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার শরীরে ভাইরাসের মৃদু উপসর্গ রয়েছে।
সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটারে দেওয়া কেজরিওয়ালের এক টুইটের বরাতে মঙ্গলবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
টুইটে অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, ‘আমি করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছি। শরীরে মৃদু উপসর্গ রয়েছে। করোনা শনাক্ত হওয়ার পর বাড়িতেই আইসোলেশনে আছি। গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তারা দয়া কয়ে আইসোলেশনে থাকুন এবং করোনার পরীক্ষা করান।’
দিল্লিতে গত এক সপ্তাহে করোনার সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে আরও ৪ হাজার ৯৯ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে।
রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, দিল্লিতে বর্তমানে করোনা সংক্রমণের হার ৬ দশমিক ৪৬ শতাংশ। রাজ্যটিতে বর্তমানে প্রায় ৬ হাজার ৩০০ জন করোনা রোগী এবং উপসর্গ থাকা সন্দেহভাজন রোগী আইসোলেশনে রয়েছেন।
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 Onusandhan. All rights reserved.