দিল্লিতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপামাত্রার এ পারদ রোববার (১৯ ডিসেম্বর) নাগাদ আরও কমে ৫ ডিগ্রিতে নামতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদফতর।
অধিদফতর জানিয়েছে, শনিবার (১৮ ডিসেম্বর) সকালে দিল্লিতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রির ঘরে রয়েছে। সেই সঙ্গে দিনভর হালকা কুয়াশা থাকতে পারে।
এ মৌসুমে গড় তাপমাত্রা আরেকটু নিচে নেমে যায় বলেও জানিয়েছে অধিদফতর। এর আগে গত ১৬ ডিসেম্বর তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে নামলে তা আরো কমার আভাস দেওয়া হয়।
এদিকে তাপমাত্রা কমলেও রাজধানী দিল্লির বায়ুর মানের কোনো উন্নতি হয়নি। সকাল ৮টায় বায়ুর মান রেকর্ড করা হয়েছে ২৮০, যা 'খারাপ' বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র : এনডিটিভি
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 Onusandhan. All rights reserved.