সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২ অপরাহ্ন

ডিভোর্স ছাড়াই সংগীতশিল্পী ইলিয়াসের তৃতীয় বিয়ে!

বিনোদন প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

ডিভোর্স ছাড়াই সংগীতশিল্পী ইলিয়াসের তৃতীয় বিয়ে।  মডেল-অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা বিয়ে করেছেন। সংগীতশিল্পী ইলিয়াস হোসেনের সঙ্গে গত ১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এ খবর শোবিজ মহলের সবারই কম-বেশি জানা। সুবাহর প্রথম বিয়ে হলেও এটি ইলিয়াসের তৃতীয় বিয়ে। এর আগে তিনি নিশাত তাবাসসুম ও কারিন নাজ নামের দুই তরুণীকে বিয়ে করেছিলেন।

এদিকে সুবাহ-ইলিয়াসের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই মুখ খুলেছেন ইলিয়াসের দ্বিতীয় স্ত্রী কারিন। তিনি দাবি করেছেন, তাদের এখনো ডিভোর্স হয়নি। অর্থাৎ দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স না দিয়ে, এবং তার অনুমতি না নিয়েই সুবাহকে বিয়ে করেছেন ইলিয়াস।

বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়েছেন সুবাহ। ফেসবুকে দীর্ঘ একটি পোস্ট দিয়ে বলেছেন অনেক কিছু। তার দাবি, কারিন ও তার পরিবারকে জানিয়েই ইলিয়াসকে বিয়ে করেছেন তিনি। এমনকি ডিভোর্স লেটার পর্যন্ত দেখেছেন। ফেসবুকে তিনি ডিভোর্স লেটারের ছবিও পোস্ট করেছেন।

সুবাহ লেখেন, ‘কারিনকে ইলিয়াস ডিভোর্স দিয়েছে, তা জেনেই আমি বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। ও আমাকে (ইলিয়াস) ডিভোর্স লেটারও দেখিয়েছে। তাছাড়া আমরা যে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি তা কারিন ও তার পরিবারকে দুই মাস আগেই জানিয়েছি। এখন তারা অস্বীকার করছেন কেন বুঝতে পারছি না। তবে আমি যে তাদের জানিয়েছিলাম তার প্রমাণ আমার কাছে আছে।’

ইলিয়াসের একাধিক বিয়ের সমর্থনে সুবাহ লেখেন, ‘যদি কোনও পুরুষের ক্ষমতা থাকে বউ পালার, সে একের অধিক বিয়ে করতে পারে। আর এমন তো না যে, ডিভোর্স না দিয়ে বাচ্চা রেখে বিয়ে করেছে ইলিয়াস! আর আমি তো জানি ইলিয়াসের সঙ্গে কারিন লিভ টুগেদার করেছিল। কারণ তাদের ওই বিয়ের কোনও বৈধ কাবিননামা নেই!’

বিএ

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..