আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে কারো বিরুদ্ধে মামলা করতে হলে- তা তদন্তের জন্য নির্ধারিত সেলে পাঠাতে হবে। কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা হলে সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা যাবে না।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের শেষ দিনে ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আইনটির অপব্যবহার বন্ধে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বাকস্বাধীনতা হরণের জন্য আইনটি করা হয়নি, আইনটি করা হয়েছে সাইবার অপরাধ নিয়ন্ত্রণের জন্য।’
আইনমন্ত্রী বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে জাতিসংঘের হিউম্যান রাইটস অফিসের সঙ্গে আমাদের দুই বার কথা হয়েছে। বিষয়টি আমাদের পক্ষ থেকে অবহিত করা হয়েছে। আলোচনার জন্য প্রস্তুত আছি। তারা আমাদের তারিখ দিলে সেই তারিখ অনুযায়ী আলোচনায় বসতে রাজি আছি। লেজিসলেটিভ বিভাগের সচিবের নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, যখন এই আইনটি বাস্তবায়ন করা হয় তখন সেখানে কিছু মিসইউজ ও কিছু অ্যাবিউস হয়েছে। এগুলো যাতে না হয়, জাতিসংঘের হিউম্যান রাইটস অফিসের সঙ্গে আলোচনা করে বেস্ট প্র্যাকটিসগুলো নির্ণয় করে আমাদের দেশের জন্য কতটুকু প্রয়োজন সেই সিদ্ধান্ত নিয়ে সেটা আমরা হয়তো বিধি দিয়ে গ্রহণ করবো। যদি প্রয়োজন হয় আইন কিছুটা সংশোধন করা হবে বলেও জানান আইনমন্ত্রী।
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 Onusandhan. All rights reserved.