মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঠিকাদারি কাজের গাড়ি স্কুলে ঢুকে শিক্ষক ও ছাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন। সোমবার (২১ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে শিবালয়ের আবদুল আলীম মেমোরিয়াল স্কুলে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, আবদুল আলিম মেমোরিয়াল স্কুলের শিক্ষিকা নাসরিন (৩৫) ও শিক্ষার্থী জেরিন তাসনিন (৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই কোম্পানির ওই গাড়িটি স্কুল কর্তৃপক্ষকে ভাড়া দিয়ে স্কুলের মাঠেই রাখত। পরে আজ সোমবার বিরতির সময় শিক্ষার্থীরা মাঠে আসে।
এ সময় গাড়ির চালক গাড়িটিকে স্কুল থেকে বের করার উদ্দেশে স্টার্ট দিলে নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই শিক্ষার্থী তাসনিম মারা যায়। শিক্ষিকা ফাতেমাসহ আরও ৬ জন গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় মুন্নু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষিকার মৃত্যু হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন এ তথ্য নিশ্চিত করে জানান, ঘাতক গাড়িটির চালককে আটক করেছে এলাকাবাসী। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 Onusandhan. All rights reserved.