সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩২ অপরাহ্ন

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ২৮ মে, ২০২২

সাতক্ষীরায় ট্রাকচাপায় আশরাফুজ্জামান (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৮ মে) সকাল ১১টার দিকে জেলার দেবহাটা উপজেলার গাজিরহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুজ্জামান সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের মোফাজ্জেল মোড়লের ছেলে।

এ ব্যাপারে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ্ বলেন, ‘সকালে আশরাফুজ্জামান মোটরসাইকেলযোগে দেবহাটার দিকে আসছিলেন। পথিমধ্যে গাজীরহাট নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক আশরাফুজ্জামানকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।’

বিএ

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..