তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। এ ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘ ২১৭ দিন পর সীমিত ওভারের ক্রিকেটে মাঠে নেমেছে বাংলাদেশ। মাসের হিসাবে সাত মাস পর ওয়ানডে ফরম্যাটের ম্যাচ খেলছে বাংলাদেশ।
এই সিরিজ বাংলাদেশকে হাতছানি দিচ্ছে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার। সিরিজে ২-১ ব্যবধানে জয় পেলেই ইংল্যান্ডকে টপকে বাংলাদেশ উঠে যাবে টেবিলের শীর্ষে।
সিরিজের প্রথম ম্যাচের মধ্য দিয়ে অভিষেক হতে যাচ্ছে মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলি রাব্বির। এর আগে পাকিস্তান সিরিজে টেস্টে অভিষেক হয়েছিল তার। এদিকে দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে দেখা যাচ্ছে চার সিনিয়রকে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলি রাব্বি, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, নাজিবউল্লাহ জাদরান, রশিদ খান, ফজল হক ফারুকি, মুজিব-উর-রহমান ও ইয়ামিন আহমদজাই।
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 Onusandhan. All rights reserved.