সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন

জঙ্গিদের মোবাইল ব্যবহারের অভিযোগে কারাগারে ৫ কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

কারাগারের ভেতরে জঙ্গিদের মোবাইল ফোন ব্যবহারের অভিযোগের মধ্যেই সরকার কারাগারের ঢাকা বিভাগের উপমহাপরিদর্শকসহ (ডিআইজি) ৫ কারা কর্মকর্তাকে বদলি করেছে। আদালত থেকে ২ জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনার ২ দিন পর এই সিদ্ধান্ত নেওয়া হলো।

গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা সাক্ষরিত পৃথক ২টি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে বদলির কারণ উল্লেখ করা হয়নি।
চট্টগ্রামে কারা উপমহাপরিদর্শকের দপ্তরে কর্মরত কারা উপমহাপরিদর্শক এ কে এম ফজলুল হককে ঢাকায় বদলি করা হয়েছে। রংপুরে কর্মরত কারা উপমহাপরিদর্শক মো. আলতাব হোসেনকে চট্টগ্রামে এবং ঢাকায় কর্মরত কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ তৌহিদুল ইসলামকে রংপুরে বদলি করা হয়েছে।

হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার হিসেবে কর্মরত মো. আব্দুল জলিলকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এবং রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার হিসেবে কর্মরত সুব্রত কুমার বালাকে হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বদলি করা হয়েছে।

এর আগে, গত রোববার পুলিশের কাছ থেকে ২ সাজাপ্রাপ্ত জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনার তদন্ত করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কর্মকর্তারা বলেছিলেন, কারাগারে মোবাইল ফোনে জঙ্গিদের আগে থেকেই পরিকল্পনার কথা জানানো হয়েছিল।

জঙ্গিরা হাই সিকিউরিটি জেলের ভেতরে মোবাইল ফোন ব্যবহারের পেয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। সিটিটিসির একটি দল সোমবার কাশিমপুর হাই সিকিউরিটি জেল পরিদর্শন করে এই ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে। তদন্তের সঙ্গে জড়িত এক ঊর্ধ্বতন কর্মকর্তা সম্প্রতি  এ তথ্য জানিয়েছেন।

বিএ

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..