সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ অপরাহ্ন

ছুরিকাঘাতে চিকিৎসক নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২

রাজধানীর মিরপুর মডেল থানাধীন কাজীপাড়ায় ছুরিকাঘাতে বুলবুল হোসেন নামের এক দন্ত চিকিৎসক নিহত হয়েছেন।

কাজীপাড়া সংলগ্ন শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন এলাকায় রোববার (২৭ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নোয়াখালী যাওয়ার উদ্দেশে ভোরে শেওড়াপাড়ার বাসা থেকে বের হন বুলবুল। বুলবুল তার সহকারীকে ফোন দিয়েছিলেন, তবে তিনি এসেছিলেন কি না, সেটা এখনও জানতে পারিনি।’

পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘বুলবুলের উরুতে একটা ছুরিকাঘাত করা হয়েছে। তার কাছে টাকাপয়সা, মোবাইল ছিল, তবে ঘাতক কিছুই নেয়নি। তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল, তবে রক্তক্ষরণে মারা গেছেন। ঘটনাটা আমরা খতিয়ে দেখছি।’

বিএ

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..