রাজশাহীর চারঘাটে ১০০ গ্রাম হেরোইন, ২০ বোতল ফেন্সিডিল ও ২০০ পিস ইয়াবাসহ এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার দিবাগত রাত ১২টায় রাজশাহী জেলার গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল চারঘাটের তাতারপুর গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও মাদক কারবারীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম কামাল হোসেন (৩৮)। তিনি রাজশাহী জেলার চারঘাট থানার তাতারপুর (কারিগরপাড়া) গ্রামের মনোয়ার হোসেন মনোয়ারুলের ছেলে।
পুলিশ জানায়, রাজশাহী জেলার ডিবির এসআই আব্দুর রহিমের নেতৃত্বে একটি দল চারঘাট থানার শিশাতলা এলাকায় মাদক উদ্ধারে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চারঘাট থানার তাতারপুর গ্রামস্থ আক্কাসের মোড় হতে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওই দল রাত ১২টার দিকে অভিযান চালিয়ে কামাল হোসেনকে হাতে নাতে আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ১শ’ গ্রাম হেরোইন, ২০ বোতল ফেন্সিডিল ও ২শ’ পিস ইয়াবা উদ্ধার হয়। পরে তাকে চারঘাট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।
উল্লেখ্য, শীর্ষ মাদক কারবারি কামালের বিরুদ্ধে বিভিন্ন থানার খুন, অস্ত্র, মাদকসহ প্রায় ডজন খানেক মামলা আদালতে চলমান রয়েছে।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 Onusandhan. All rights reserved.