সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৪ অপরাহ্ন

‘চলে গেলেন সৃজিত!’

বিনোদন প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

ছবিটি নিজের সব সোশ্যাল পেজে পোস্ট করেন তিনি। যেখানে বড় বড় অক্ষরে লেখা, ‘চলে গেলেন সৃজিত মুখার্জি’। ছবির নিচের বামদিকে ছোট করে লেখা, ‘আইসোলেশন’। অর্থাৎ আইসোলেশন চলে গেছেন পরিচালক।
এই ছবি দেখে গায়ক রূপম ইসলাম লিখেছেন, ‘এটা অন্য লেভেল’! সৃজিতের এই ছবিতে কমেন্ট করেছেন পরিচালক সুব্রত সেনও।

করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে আপাতত আসোলেশনে আছেন সৃজিত। সেখান থেকেই ভার্চুয়াল রসিতকতায় মাতলেন তিনি।

এদিকে সৃজিতের সঙ্গে ওইদিন করোনা আক্রান্তের খবর আসে পরিচালক সুমন মুখার্জি ও সুরকার জিৎ গাঙ্গুলির। এছাড়াও কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন পরিচালক শতরূপা সান্যাল। ঋতাভরী চক্রবর্তীর মা তিনি।

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..