সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৪ অপরাহ্ন

চট্টগ্রামে নির্বাচনি সহিংসতায় ২ জন নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

চট্টগ্রামের সাতকানিয়ায় নির্বাচনি সহিংসতায় দুইজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন কিশোর। সোমবার দুপুরে নলুয়া ও বাজালিয়া ইউনিয়নে প্রাণহানির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, সাতকানিয়ার নলুয়া ইউনিয়নে মারফলা বোর্ড বাজার কেন্দ্রে দুপুরে নৌকার লিয়াকত আলী ও আনারত প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।

কেন্দ্র দখলের চেষ্টাকে কেন্দ্র করে এই ঘটনার সময় এক কিশোরকে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ১৩ বছর বয়সী ওই কিশোরের নাম মো. তাসিফ। তার বাবার নাম মো. জসীম।

নিহতের বাবা মো. জসিমের দাবি ওই ইউনিয়নের নৌকার প্রার্থীর সমর্থকের ছুরিকাঘাতে তার ছেলের মৃত্যু হয়েছে।

একই সময়ে বাজালিয়া ইউপির ২ নম্বর ওয়ার্ড কেন্দ্রের বাইরে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হন। তাদের স্থানীয় কেরানীহাট মা ও শিশু হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে একজনের মৃত্যু হয়। আহত দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে ওই ইউনিয়নের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ।

বিএ

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..