শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন

করোনা আক্রান্ত সৌরভ

ক্রীড়া প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

করোনার কবল থেকে রক্ষা পেলেন না ‘মহারাজ’ও। করোনায় আক্রান্ত হলেন বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সকালেই সৌরভের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় ।

দেশে তৃতীয় ওয়েভের সম্ভাবনায় উদ্বিগ্ন ডাক্তাররা। বছর শেষে ধীরে ধীরে বাড়ছে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যাও। এরই মাঝে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালেই সৌরভের করোনা আক্রান্ত হওয়ার খবর জানা যায়। তবে সোমবার রাতেই অসুস্থতার কারণে তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। শোনা যাচ্ছে তাঁর ভাইরাল লোড ১৯.৫।

কয়েকদিন ধরে হালকা সর্দি কাশিতে ভুগছিলেন সৌরভ। এরপরেই তাঁর করোনা পরীক্ষা করা হলে, রিপোর্ট পজিটিভ আসে। বছরের শুরুর দিকে হার্টের রোগে আক্রান্ত হয়ে বেশ কয়েকবার হাসপাতালের চক্কর কাটতে হয়েছিল সৌরভকে। তাই কোনোরকম ঝুঁকি না নিয়ে, তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। তবে করোনা আক্রান্ত হলেও সৌরভের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কোনো বিষয় নেই। প্রসঙ্গত, একই হাসপাতালে হার্টের চিকিৎসা করতেও ভর্তি হয়েছিলেন তিনি।

বিএ

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..