ইন্ডিয়া গেটে বসানো হবে নেতাজি সুভাষ চন্দ্র বসুর পূর্ণাবয়াব মূর্তি। আগামী ২৩ জানুয়ারি নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এই মূর্তি বসানো হচ্ছে। শুক্রবার (২১ জানুয়ারি) একটি টুইটার পোস্টে বার্তায় এ তথ্য জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নরেন্দ্র মোদী লেখেন, সমগ্র দেশ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন করছে। আমি জানাতে চাই, ইন্ডিয়া গেটে গ্রানাইট দিয়ে তৈরি নেতাজির বিশাল মূর্তি স্থাপিত হবে। দেশ যেভাবে তার কাছে ঋণী, তারই প্রতীক হিসেবে তৈরি হতে চলেছে এই মূর্তি।
যত দিন না মূর্তি তৈরি হচ্ছে, তত দিন ওই জায়গায় নেতাজির হলোগ্রাম মূর্তি থাকবে। রোববার (২৩ জানুয়ারি) হলোগ্রাম মূর্তির উদ্বোধন করবেন মোদী।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 Onusandhan. All rights reserved.