রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ) ২০২২-২৩ মেয়াদের কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন খোলা কাগজের বিশেষ প্রতিনিধি তোফাজ্জল হোসেন। এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের চিফ রিপোর্টার বাতেন বিপ্লব।
শুক্রবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে সংগঠনটির দ্বি-বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি মতলু মল্লিক (প্রতিদিনের বাংলাদেশ) ও জাকারিয়া মন্ডল, যুগ্ম সম্পাদক ইমরুল কাওসার ইমন (ভোরের ডাক) ও সাজ্জাদ হোসেন (জিটিভি), সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম (নয়া দিগন্ত), অর্থ সম্পাদক আকতারুজ্জামান (বাংলাদেশ প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুব মমতাজী (বাংলাদেশ প্রতিদিন), দপ্তর সম্পাদক মাসউদ-বিন আব্দুর রাজ্জাক (সময় টিভি), ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম (জাগো নিউজ), সাংস্কৃতিক সম্পাদক আরিফ চৌধুরী পলাশ (ডিবিসি), মহিলা বিষয়ক সম্পাদক নাহিদ শিউলি (চেঞ্জ টিভি)। এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- মাজেদুল ইসলাম পাপেল (বিটিভি), বাবুল বর্মন (ফিনান্সিয়াল এক্সপ্রেস), জাহিদ কাজী (নিউজ জি) ও লতিফুল ইসলাম (সমকাল)।
এর আগে শুক্রবার সকালে রংপুর বিভাগ সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আরডিজেএ সভাপতি মোকছুদার রহমান মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন- ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শফিকুল করিম সাবু, আরডিজেএ সিনিয়র সদস্য আজম মীর শহিদুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, নর্থবেঙ্গল জার্নালিস্ট ফোরামের সভাপতি মোদাব্বের হোসেন প্রমুখ।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান ছিলেন শামসুল হক দুররানি। সদস্য ছিলেন এ কে শামসুজ্জোহা ও এম এম মাসুদ।
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 Onusandhan. All rights reserved.