রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানার ২১৮ জন দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের একযোগে বদলি করা হয়েছে। ২০ ডিসেম্বর সোমবার এআদেশ জারি করেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। ২১ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ বদলি কৃত কর্মস্থলে যোগদান না করলে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করা হবে বলে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন।
এই বদলির মধ্যে রয়েছেন এস আই ১০৫জন,এএসআই ১১০, টি এস আই ১ ও এটিএস আই ২ জন।
বিএ