আনিস মৃত্যুর ঘটনায় হুমকি-ফোন রহস্যে নতুন মোড়। এ বার ফোন করে ক্ষমা চাইলেন মৃত ছাত্রনেতা আনিস খানের বাবা-দাদাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া সেই ব্যক্তি। আনিসের দাদা সাবির খানকে ফোন করে ক্ষমা চাওয়ার এই অডিও ক্লিপটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এই অডিও ক্লিপে অপর দিক থেকে বলতে শোনা যায়, ‘‘দাদা আপনাকে ২৩ ফেব্রুয়ারি রাতে যে ফোনটি করা হয়েছিল, সেটা আমিই করেছিলাম। আমি বাংলাদেশের লোক। আমি মালয়েশিয়াতে থাকি। আমি মজা করতে গিয়ে ভুল করে ফোনটা করে ফেলেছিলাম।’’ এর পর নিজের কর্মকাণ্ডের জন্য ক্ষমাও চান ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। এমনকি তাঁকে নিজের ‘ছোট ভাই’ ভেবে ক্ষমাও করে দিতে বলেন। পাশাপাশি আনিসের মৃত্যু নিয়ে সমবেদনা প্রকাশ করে ওই ব্যক্তি অনুরোধ করেন, যাতে তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করা হয়। এই অডিও ক্লিপের সত্যতা অবশ্য যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
তবে সাবির ওই ব্যক্তিকে স্পষ্ট বার্তা দেন যে, তাঁর আর কিছু করার নেই। তিনি পুলিশকে ইতিমধ্যেই নম্বরটি দিয়ে দিয়েছেন।
প্রসঙ্গত, ২৩ ফেব্রুয়ারির রাতে খুনের হুমকি দিয়ে ফোন করার অভিযোগ আনেন মৃত আনিসের দাদা সাবির। একই সঙ্গে সিবিআই তদন্তের দাবি থেকে পিছু না হটলে পুরো পরিবারকে ‘দুনিয়া থেকে সরিয়ে’ দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। রাত ১ টা ৪ মিনিটে একটি অজ্ঞাত পরিচয় নম্বর থেকে এই হুমকি ফোনটি আসে বলে জানান আনিসের দাদা সাবির খান। তার মধ্যেই আবার এই হুমকি ফোন তাঁদের পরিবারে যথেষ্ট আতঙ্কের সৃষ্টি করে বলেও তিনি জানান। এই অডিও ক্লিপটি নেটমাধ্যমে ভাইরাল হয়। একই সঙ্গে এই ফোনটি ৫ দিয়ে শুরু তিন সংখ্যার একটি নম্বর থেকে এসেছিল বলেও সাবির জানান।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরো বিষয়টি জানিয়ে সাবির বলেন, যখন এই ফোনটি আসে তখন তিনি পুলিশ স্টেশনেই বসে ছিলেন। ভাইয়ের মৃত্যু নিয়ে পুলিশের সঙ্গে কথা বলছিলেন। ফোন আসার সঙ্গে সঙ্গেই তিনি পুলিশকে বিষয়টি জানান। নম্বরটি সত্যিই কোনও বাংলাদেশের ব্যক্তির, না এর পিছনে অন্য কোনও রহস্য আছে, পুলিশ তা খতিয়ে দেখছে বলেও জানান সাবির। হুমকি ফোন আসার ঘটনায় শনিবারই আমতা থানায় অভিযোগ দায়ের করেন আনিসের দাদা সাবির। সূত্র: আনন্দবাজার
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 Onusandhan. All rights reserved.