সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ন

‘আমাদের ঋণের গভীরে নিয়ে যাওয়া হচ্ছে, মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের ঋণের গভীরে নিয়ে যাওয়া হচ্ছে, ঋণগ্রস্ত হয়ে পড়ছি। এই সরকার আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে এখন সারাক্ষণ শুধু পদ্মা সেতু, পদ্মা সেতু নিয়ে পড়ে আছে, বাইরের চাকচিক্য দেখে সরকার এখন গদগদ হয়ে গেছেন। অথচ পদ্মা সেতু কারও পৈতৃক সম্পত্তি দিয়ে তৈরি করা হচ্ছে না। পদ্মা সেতু এই দেশের মানুষের পকেটের টাকা দিয়ে তৈরি করা হচ্ছে। সমস্যা হচ্ছে যেটা করতে ১০ হাজার কোটি টাকা, তা করা হচ্ছে ৪০ হাজার কোটি টাকায়।’

ফখরুল বলেন, ‘আমাদের গায়ে জ্বালা হচ্ছে পদ্মা সেতু হচ্ছে বলে নয়, আমাদের গায়ে জ্বালা হচ্ছে পদ্মা সেতু থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে এজন্য। এটা আমাদের কষ্টার্জিত টাকা আর প্রতিটি মেগা প্রকল্প এভাবে করা হচ্ছে।’

বৃহস্পতিবার (২৭ মে) খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জিয়াউর রহমানকে নিয়ে সংকলিত একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের মেট্রোরেল প্রকল্পের সমালোচনা করে তিনি বলেন, ‘মেট্রোরেল প্রকল্পে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরপর একটা স্টেশন করা হচ্ছে যার কোনো প্রয়োজন নেই। এত কাছাকাছি স্টেশন কোথাও দেখিনি। কারণ হচ্ছে এতে অনেক টাকা পাওয়া যাবে। এদের লক্ষ্য হচ্ছে দুর্নীতি, লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে লুটে নিয়ে যাওয়া। এদের প্রতিরোধ যদি করতে না পারি তাহলে রাষ্ট্র ও জাতির অস্তিত্ব রক্ষা করতে পারব না।’

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আসুন আমরা সবাই আমাদের যে কাজগুলো আছে সে কাজগুলো ঐক্যবদ্ধভাবে করে ভয়াবহ দানবীয় ফ্যাসিবাদী শক্তি যারা আমাদের উপর বসে আছে তাদের সরিয়ে সত্যিকার অর্থে জনগণের জন্য যারা কাজ করবেন, জনগণের ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে সেই পার্লামেন্ট তৈরি করে এদেশের রাজনৈতিক সংকটসহ অন্যান্য সংকট থেকে উত্তরণের পথে অগ্রসর হই।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও হাইকোর্ট প্রাঙ্গণে ছাত্রদলের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে এই ফ্যাসিবাদী সরকারের আরেকটি জঘন্য সন্ত্রাসী কার্যক্রমের শিকার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা গণতন্ত্রের জন্য কাজ করছে আমাদের ছাত্রদলের কর্মীরা। কিছুক্ষণ পূর্বে জানতে পেরেছি ছাত্রদলের একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা গত দুদিন আগে যেভাবে আক্রমণ করেছিল সেই একই কায়দায় অস্ত্র নিয়ে মাথায় হেলমেট পরে আক্রমণ চালিয়েছে। এতে ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আমি সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি।’

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সম্পর্কে মির্জা ফখরুল বলেন, তিনি (জিয়াউর রহমান) হতাশাগ্রস্ত একটি জাতিকে নতুন আশার আলো দেখিয়েছিলেন, স্বপ্ন দেখিয়েছিলেন, জেগে উঠার জন্য জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন।

বিএ

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..