কেপ টাউনে রবিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল ভারত। ক্যাপ্টেন্সি বিতর্কের পর এখন ব্যাটসম্যান কোহলির দিকেই নজর সব্বার। টিম ইন্ডিয়ার ব্যাটিং-এর হাল এদিনও ধরেছিলেন বিরাট। ২৫তম ওভারে অর্ধশতরানের গণ্ডি পার করেন বিরাট। ওমনি গ্যালারিতে বসে থাকা অনুষ্কা উচ্ছ্বাস প্রকাশ করেন, সেই সময় অনুষ্কার কোলেই ছিল ভামিকাকে। বাবাকে জায়েন্ট স্ক্রিনে দেখে খুশিতে ডগমগ সে। আর গোটা ঘটনাই ক্যামেরাবন্দি হয়ে যায় নিমেষে। লাইভ টেলিকাস্টে বিরুষ্কা কন্যাকে দেখে ভারী খুশি সকলে।
'একদম বিরাটের মতো দেখতে ভামিকাকে', সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিয়ো ভাইরাল হতে সবার মুখেই এককথা। স্টেডিয়ামে যেভাবে মায়ের কোলে ভামিকার দেখা মিলল সাদা-গোলাপি ফ্রকে, তাতে অনেকে এমনটাও ভাবতে শুরু করেন এবার বোধহয় মেয়ের মুখ না দেখানোর পণ ভেঙে ফেলেছেন বিরুষ্কা। তবে সোমবার বেলা গড়াতেই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন বিরাট-অনুষ্কা।
ইনস্টাগ্রাম স্টোরিতে একই বিবৃতি ভাগ করে নিয়েছেন বিরাট-অনুষ্কা। তাঁরা বলেন, ‘আমরা বুঝতে পেরেছি আমাদের মেয়ের ছবি গতকাল স্টেডিয়ামে বন্দি হয়েছে এবং সেটা ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। আমরা সবাইকে বলতে চাই আমরা হতভম্ব এবং সত্যি বুঝতে পারিনি ক্যামেরা আমাদের দিকে তাক করা ছিল। আমরা অবস্থান একই রয়েছে, এবং একই অনুরোধ আমরা জানাব। আমরা সত্যিই চাই ভামিকার ছবি তোলা না হোক বা সেটি প্রকাশ্যে না আনা হোক একই কারণের জন্য যা আমরা আগেই বলেছি’।
মেয়ের জন্মের পরেই গত বছর জানুয়ারিতে পাপারাতজিদের কাছে বিরাট-অনুষ্কার তরফে একটি আনুষ্ঠানিক বিবৃতি পাঠানো হয়েছিল। সেখানে স্পষ্ট লেখা ছিল ‘নমস্কার, এত বছর ধরে আপনারা আমাদের যে ভালোবাসা দিয়েছেন তাঁর জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা খুশি হয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্ত ভাগ করে নিচ্ছি। বাবা-মা হিসাবে আমাদের একটা অতি সাধারণ অনুরোধ রয়েছে আপনাদের কাছে। আমরা নিজেদের সন্তানের গোপনীয়তা বজায় রাখতে চাই, এই কাজে আপনাদের সাহায্য ও সমর্থন প্রয়োজন’।
বিরুষ্কার তরফে যোগ করা হয়েছে- ‘আমরা আগামিতেও নিশ্চিত করব আমাদের সবরকমের কনটেন্ট আপনাদের কাছে পৌঁছে দিতে যা কিছু সহযোগিতা করা সম্ভব সেগুলো মেনে চলা। আমরা আবেদন জানাচ্ছি, দয়া করে আমাদের সন্তানের কোনওরকম ছবি আপনারা তুলবেন না বা কোথাউ ছড়িয়ে দেবেন না। আশা করছি আপনারা বুঝবেন আমারা কোন পরিস্থিতি থেকে এই কথাগুলো বলছি, এবং এর জন্য আগাম ধন্যবাদ’।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 Onusandhan. All rights reserved.